২৩ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেল স্ট্রেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ৯৫১ আপ তেলবাহী মালগাড়ী শনিবার এগারোটা চল্লিশ মিনিটের দিকে সাতগাঁত্ত রেল স্টেশনের চাঁনমারি নামক এলাকায় এসে লাইনচ্যুত হলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় মালগাড়ীর পাঁচটি তেলবাহী ট্র্যাংকার, একটি গার্ড ব্রেক ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। পরে কুলাউড়া থেকে হাইড্রলিক ইঞ্জিন টোল ভ্যান ও আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে ও পড়ে যাওয়া ট্যাংকার উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ