মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় সাত ব্যবসা প্রতিষ্ঠানে এক লক্ষ সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৮নভেম্বর) শহরের পাইকারি আলুর আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এই অভিযান করা হয়। অভিযানে শহরের পোস্ট অফিস সড়কে মেসার্স গোবিন্দ ভান্ডারে ১৫ হাজার, শ্রীলক্ষী ভান্ডারে ২০ হাজার, মেসার্স জয়গুরু ভান্ডারে ১০ হাজার, এ খান বানিজ্যালযে ২০ হাজার, মিলন ট্রের্ডাসে ১৫ হাজার, কুমিল্লা বানিজ্যালয়ে ২০ হাজার ও পুরাতন বাজারে গরীবের বন্ধু আড়ৎে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল-আমিন। সাথে ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। তিনি জানান, নিত্যপন্যের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল