ফ্রান্সে মহানবীর অবমাননার প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি বিশ্বনাথ’র উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফ্রান্সের পণ্য বর্জন করাসহ নানা ধরনের স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধনে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মানববন্ধনে জুতার মালা পরিহিত ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুতুলও বহন করতে দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সেই সাথে ফ্রান্সের পণ্য বর্জন করার দাবিও জানান বক্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা