সিলেটের বিশ্বনাথে আবেদুর রহমান আছকির (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মঙ্গলগিরি গ্রামের মৃত মকদ্দর আলীর ছেলে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সদরের খাদ্যগুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, সরকারি কাজে বাঁধা ও গাড়ি ভাংচুরের অভিযোগে থানা পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতা আবেদুর রহমান এজাহার নামীয় আসামি।
তাই বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর