সিলেটের বিশ্বনাথ থেকে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মোহাম্মদ তালাশ (৩৪)।
তালাশ গোপালগঞ্জ জেলার কোটালী পাড়া থানার রজব আলীর ছেলে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি টোলপ্লাজা হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া তালাশ ঢাকা মিরপুরের অস্থায়ী বাসিন্দা। সে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল