যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ৪২ জন প্রবাসী নগরীর নির্ধারিত ১০টির মধ্যে ৪টি হোটেলে উঠেছেন। সোমবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টার দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪টি হোটেলে প্রবাসীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শুরু হয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, ৪২ জন প্রবাসীর মধ্যে নগরীর দরগাহ গেটস্থ হোটেল হলি গেটে ২৭ জন, একই এলাকার স্টার স্পেসিফিকে ৮ জন, জেল রোডস্থ অনুরাগে ৫ জন ও আম্বরখানার হোটেল ব্রিটানিয়ায় ২জন।
লন্ডন থেকে সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ৪৭ জন লন্ডন প্রবাসী। এরমধ্যে এক শিশুসহ ৪২ জন সিলেটের। ইমিগ্রেশন প্রক্রিয়া ও স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার বিকেল ৩টার দিকে প্রবাসীদের নিয়ে আসা হয় দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে।
তবে সে হোটেলে সবাই থাকতে সম্মতি প্রকাশ না করায় বাকি হোটেলগুলোতে অন্যদের রাখা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন