সিলেট বিভাগে গতকাল বুধবার করোনাভাইরাস কারও মৃত্যু হয়নি। সেই সাথে করোনায় কমেছে শনাক্তের সংখ্যা। সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৬৬। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গত২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ জন। এর মধ্যে সিলেটে ১০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৬০৩, এর মধ্যে সিলেট জেলায় ৯২২৭, সুনামগঞ্জে ২৫১৮, হবিগঞ্জে ১৯৬৬ ও মৌলভীবাজার জেলায় ১৮৯২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ জন। এর মধ্যে শুধু সিলেটে ১৬ ও সুনামগঞ্জের ২জন। সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ১ জন।
সিলেটে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিলেন ৯৪৬৯, বর্তমানে এ জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৫২০জন।
সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৬৮৬৬, বর্তমানে এ জেলায় কেউ হোম কোয়ারেন্টিনে নেই। হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিলেন ৩০৬৬, বর্তমানে এ জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৪জন। মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩৫২৯, বর্তমানে এ জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৩জন। সিলেট বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২২৯৩০। হোম কোয়ারেন্টাইনে থেকে ছাড় পেয়েছেন ২২৩৩৩ এবং বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৯৭।
বিডি প্রতিদিন/আরাফাত