মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এসডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেমসাগর হাজরা প্রমুখ।
সভার মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন বক্তা শ্রীমঙ্গলে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
বিডি প্রতিদিন/হিমেল