সিলেট বিভাগে বৃহস্পতিবার করোনাভাইরাস একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় কমেছে শনাক্তের সংখ্যা। সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা এ পর্যন্ত ২৬৭। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৩, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ জন। এর মধ্যে সিলেটে ৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২, হবিগঞ্জে ১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, রবিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৬৫৭, এর মধ্যে সিলেট জেলায় ৯২৬৮, সুনামগঞ্জে ২৫২০, হবিগঞ্জে ১৯৬৮ ও মৌলভীবাজার জেলায় ১৯০১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন। এর মধ্যে শুধু সিলেটেই ১২ জন ও সুনামগঞ্জে একজন।
বিডি প্রতিদিন/আরাফাত