সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন টুকের বাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের একটি বাড়ির পুকুরপাড় থেকে মাসুদ রানা (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাতালের মর্গে প্রেরণ করে। নিহত মাসুদ রানা নির্মাণ শ্রমিক। তিনি চট্টগ্রাম মহানগরীর আব্দুল লতিফ সড়কের নিমতলার মতিউর রহমানের ছেলে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদ রানা আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার পকেটে জাতীয় পরিচয়পত্র, একটি স্বর্ণের আংটি, মোবাইল ফোন ও কিছু টাকা পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা