১৩ জানুয়ারি, ২০২১ ২০:৩০

শাহজালালের মাজারগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শাহজালালের মাজারগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

হযরত শাহজালাল (রহ.) এর মাজারে আসার সময় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের ইলাশপুরে একটি বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। 

বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়া থেকে হান্নান পরিবহন নামের ওই বাসটি যাত্রী নিয়ে সিলেটে আসছিল। ওসমানীনগর উপজেলার ইলাশপুর নামক স্থানে আসার পর ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পার্শ্বস্থ খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বেশিরভাগ যাত্রীই সুস্থ অবস্থায় বাস থেকে বেরিয়ে আসেন। ১০ জন যাত্রী আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, সকালে ঘন কুয়াশা ছিল, রাস্তার সামান্যই দেখা যাচ্ছিল। তাতে চালক নিয়ন্ত্রণ হারান, বাসটি সড়ক থেকে খাদে চলে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর