১৪ জানুয়ারি, ২০২১ ১৭:৪২

লন্ডন থেকে ফিরে আরও ৪২ প্রবাসী কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

লন্ডন থেকে ফিরে আরও ৪২ প্রবাসী কোয়ারেন্টিনে

যুক্তরাজ্যে করোনা সংক্রমণের তীব্রতার মধ্যে বাংলাদেশে ফিরেছেন আরও ৪২ প্রবাসী। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশে ফেরার পর তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

লন্ডন ফেরত এই প্রবাসীদের মধ্যে ৩২ জন সিলেট বিভাগের ও বাকি ১০ জন দেশের অন্যান্য জেলার। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডন থেকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা সিলেটের ৩২ জন যাত্রীকে ওসমানীতে নামিয়ে দেয়া হয়। বাকি ১০ জনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় ফ্লাইটটি।

হাফিজ আহমদ জানান, ওসমানীতে নামার পর লন্ডন ফেরত যাত্রীদের ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেলে পাঠানো হয়। হোটেলে থেকে তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে আগামী ১৫ জানুয়ারি থেকে যারা লন্ডন থেকে আসবেন তাদের ৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর