উন্নয়নমূলক কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পাঁচদিন এসব এলাকায় ৮-৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশ কয়েকটি ১১ কেভি ফিডারের উন্নয়নমূলক কাজ ও আশপাশের গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আগামীকাল রবিবার নগরীর কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংকা নয়াবস্তি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
আগামী ২৭ জানুয়ারি শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যাণপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ এলাকায় একই সময়ে থাকবে না বিদ্যুৎ।
একই দিন একই সময়ে নগরীর সোনারপাড়া, মজুমদারপাড়া, ফরহাদ খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী ২৮ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা অবধি নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর এলাকায়, ৩১ জানুয়ারি একই সময়ে মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর এলাকায় এবং ৪ ফেব্রুয়ারি নগরীর নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, বোরহান উদ্দিন মাজার ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর