২৪ জানুয়ারি, ২০২১ ১৬:০২

পাহাড়ি ছড়া থেকে কিশোরে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পাহাড়ি ছড়া থেকে কিশোরে লাশ উদ্ধার

সিলেট শহরতলীর একটি পাহাড়ি ছড়া থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরটির গায়ে অন্তত ৩০টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। আজ রবিবার ময়নাতদন্ত শেষে লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত কিশোরের পরিচয় জানা যায়নি। 

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন খাদিমপাড়া কাউরতল এলাকার একটি পাহাড়ি ছড়ায় এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। 

লাশের সুরতহাল তৈরির সময় তার বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ৩০টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। নিহত কিশোরের পরনে ট্রাউজার ও তার উপরে জিন্স প্যান্ট এবং দুটি ফুলহাতা টি-শার্ট ছিল। 

আজ বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আনিছুর রহমান। তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশ ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর