সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাাতালের গেইটের অপরপাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। অনেক খোঁজাখুজির পরেও সেই মোটরসাইকেল মালিকের কোনও সন্ধান পায়নি পুলিশ।
পুলিশের ধারণা, মোটরসাইকেলটি কোথাও থেকে চুরি করে চোরচক্র নিতে না পেরে রাস্তায় ফেলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) কোতোয়ালি থানার এসআই রমাকান্ত দাসের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাস্তা থেকে ইয়ামাহা ১০০ সিসির একটি সিলভার রংয়ের মোটরসাইকেল উদ্ধার করেছে। সিলভার রংয়ের মোটরসাইকেলটি আরএক্স-১০০ সিসির ইয়ামাহা। যাহার ইঞ্জিন নং-1L1588156, চেসিস নং-অস্পষ্ট। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ