করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সেখানে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
এই মূহূর্তে মাধবকুণ্ডে বেড়াতে না আসার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। ঈদসহ বিভিন্ন ছুটিতে বিপুলসংখ্যক ভ্রমণপিপাসুর পদচারণে মুখর হয়ে ওঠে জলপ্রপাত এলাকা।
বন বিভাগের বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ‘জনসমাগমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধবকুণ্ড ইকোপার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
বিডি প্রতিদিন/আরাফাত