শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে সিলেটের জালালাবাদ থানার কারইল বিল এলাকার কৃষক জাহেদ আহমদের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন সংগঠনটির অর্ধশত নেতাকর্মী।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে ধান কেটে দেন নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সকল সহযোগী সংগঠনকে আহবান জানিয়েছেন। সেই আহবানে আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাস নিখিলের নির্দেশে আমরা জেলা যুবলীগের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, নেতাকর্মীদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিচ্ছি। যেখানেই কৃষকরা সমস্যায় পড়বেন সেখানেই আমরা কৃষকদের সহযোগিতায় মাঠে নামবো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        