সিলেটের বিশ্বনাথ উপজেলায় গাঁজাসহ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুুলিশ। তার নাম হারিছ আলী (৬৭)। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত সাজিদ উল্লাহর ছেলে।
আজ বৃহস্পতিবার তাকে সিলেট কোর্টে পাঠানো হয়। এর আগে গত বুধবার সন্ধ্যারাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া কবে।
বিডি প্রতিদিন/হিমেল