সিলেটের বিমানবন্দর এলাকা থেকে গাঁজা বিক্রির দায়ে এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার স্বামী। সুলতানা বেগম নামে ওই নারীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিমানবন্দর থানাধীন ইসলামপুর (পোড়াবাড়ী) কলকলি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর থানার ওসি মাঈনুল জাকির জানান, বৃহস্পতিবার রাতে ইসলামপুর কলকলি এলাকায় মাদক কারবারি শুক্কুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শুক্কুর আলী পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি করে গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ তার স্ত্রী সুলাতানা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন