১শ ২১ বোতল মাদকসহ চার কারবারিকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তারা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার তাজপুর গ্রামের মমিন মিয়ার ছেলে আবদুল আলীম (২২), একই উপজেলার পাইগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মো. জামাল (৩৯), শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের সৈলেন সূত্রধরের ছেলে সুশীল (৩০) ও নেত্রকোনার পূর্বধলা থানার পুকুরিয়াকান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রমজান আলী (১৯)।
আজ বৃহষ্পতিবার দুপুরে তাদের সিলেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে গেল বুধবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার লামাকাজি ইউনিয়নের কাজীবাড়ি এলাকার সুরমা নদীতীর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৪ বোতল অফিসার চয়েস ও ৪৫ বোতল এসিবøাক মদ জব্দ করা হয়।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম