নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে শেখ রাসেলের জন্ম দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণের আয়োজন করে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল ১১টায় প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন ও বিশ্বনাথ পুলিশ স্টেশন। পরে পরিষদ প্রাঙ্গণে শিশুদের হাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃক্ষরোপণ শেষে উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুশ শহীদ হোসেন প্রমুখ। সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।