১৯ অক্টোবর, ২০২১ ১৭:৫৬
শ্রীমঙ্গলে সম্প্রীতি সভা

‘দেশে যুগ যুগ ধরে সম্প্রীতি অটুট রয়েছে, ভবিষ্যতেও থাকবে’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

‘দেশে যুগ যুগ ধরে সম্প্রীতি অটুট রয়েছে, ভবিষ্যতেও থাকবে’

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বছেন,  বাংলাদেশ সম্প্রীতির দেশ। এ দেশে যুগ যুগ ধরে সম্প্রীতি অটুট রয়েছে। আর তা ভবিষ্যতেও থাকবে। সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে যারা দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে তারা দেশ ও জাতির দুশমন। তাই যারা উস্কানিমূলক তৎপরতা চালিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদেরকে  দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়ে।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি  সভায় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মিতালী দত্ত, পৌরসভা মেয়র মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল থানার  ওসি শামীম অর রশীদ তালুকদার, উপজেলা আ’লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ইসলামী ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার ফিল্ড সুপারভাইজার মাও. মতিয়ার রহমান, শ্রীমঙ্গল ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ সোহাইল আহমেদ, যুগ্ম সম্পাদক মিজবাহ উদ্দিন যুবায়ের সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. শেখ সিব্বির আহমেদ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক সুশীল শীল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক দ্বীজেন্দ্র লাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তি, শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব হাফেজ মাও. আব্দুল কুদ্দুস নিজামি, ইসলামী আন্দোলন শ্রীমঙ্গল শাখার সভাপতি মাও. সালাউদ্দিন, বাংলাদেশ ওলামালীগের সভাপতি মাও. আছাদ উল্লাহসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ। এছাড়া সভায় উপজেলার নয়টি ইউনয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর