নারীর প্রতি সহিংসতা সমাধানে ১৬ দিনের প্রচারাভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে 'মোড়ক উন্মোচন ও সংলাপ' শীর্ষক এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে সোসাইটি ফর ইনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভলপমেন্ট (সেড)।
সেড এর পরিচালক ফিলিপ গাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও গবেষক সেলিনা হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কানাডিয়ান হাইকমিশনার (রাজনৈতিক) প্রতিনিধি রায়া ইয়ামপলস্কি, কানাডিয়ান হাইকমিশনারের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা সৈয়দ সাহনেওয়াজ মোহসীন, মিতালি দত্ত, চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রাম ভোজন কৈরী, সহসভাপতি জেসমিন আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জুড়ি চা ভ্যালীর সহ সভাপতি শ্রীমতী বাউরি, রাজঘাট ইউনিয়ন পরিষদের সদস্য কমলা প্রধান।
অনুষ্ঠানে চা বাগানে নারীর সুরক্ষায় সহিংসতা ও বৈষম্যের অবসান বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শুরুতে চা শ্রমিক মেয়েরা গান ও নৃত্যের তালে তালে তাদের জীবনের দুঃখ গাঁথা তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন