সিলেটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে এক ভ্যানগাড়ি চালক বৃদ্ধের। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন শাহখুররম ডিগ্রি কলেজের সামনে বাদাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানগাড়ি চালকের নাম ফারুক মিয়া (৬০)। তিনি জালালাবাদ থানার নাজিরেরগাঁও’র মৃত নূর মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়া ভ্যানগাড়ি নিয়ে বাড়িতে ফিরছিলেন। শাহখুরম ডিগ্রি কলেজের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এ সময় ফারুক মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর