সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বেলা ১১টায় কুচাই পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
খুন হওয়া ব্যক্তি শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহাবুদ্দিন আহমদ সাবুল তার নিজ ঘরের সামনের কয়েকটি গাছ কাটতে যান। এসময় বাধা দেন প্রতিবেশি ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলসহ তাদের পরিবারের লোকজন। একপর্যায়ে তারা সাবুলকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করেন।
হামলায় ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়েন সাবুল। এসময় সাবুলের মা নেওয়া বেগমও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাবুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শেফালি বেগম জানান, ‘হামলাকারীরা আমার দুই ছেলে-মেয়েকে এতিম ও আমাকে বিধবা করেছে। আমি তাদের বিচার চাই। আমার স্বামীর কী অপরাধ ছিলো? তিনি একজন সাধারণ সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তার বড়ভাই তাজুল একজন প্রতিবন্ধী। আমরা অসহায়, আমরা এই নির্মম হত্যার বিচার চাই। হামলাকারীদের ফাঁসি চাই। ’
মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা জানান, এ ঘটনায় কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমাকে তাৎক্ষণিক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই