কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজু চামটা দাস (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু বরমচাল চা বাগানের মৃত রাম দরিয়া দাসের ছেলে।
পুলিশ জানায়, ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বরমচাল চা বাগানের এক কিশোরীকে মাটি কাটার কাজে নিয়ে পৌঁছে দেওয়ার কথা বলে সুকৌশলে রাজু চামটা দাস ভূকশিমইল ইউনিয়নের ফানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কুলাউড়া থানায় ধর্ষণ মামলা করেন। পরে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে বরমচাল চা বাগান এলাকা থেকে রাজুকে গ্রেফতার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ