ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জে তারিক আহমদ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাইবিছরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারিক পৌর শহরের ৭ নং ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- একই গ্রামের আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১)। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের ভাই রেজন আহমদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তার ভাইকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর