সিলেটে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শিকারখাঁ ৭নং কূপ এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমি বেগম (৩০) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত সাদিক আহমদের স্ত্রী।
স্থানীয়রা জানান, নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা ও পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রুমি বেগম মারা যান। আহত হন আরও ৪ জন। হতাহতরা সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম