হবিগঞ্জে প্রথম ধাপে ৬৩ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস (গৃহ) নির্মাণের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব বীর নিবাস নির্মাণ করা চলছে। প্রতিটি বীর নিবাসের আয়তন ৭৩২ স্কয়ার বর্গফুট। ইতিমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে বিভিন্ন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
প্রতিটি বীর নিবাস তৈরীতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা। এছাড়াও আরও বেশ কিছু বীর নিবাস নির্মাণের জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। অনুমোদন সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে সেগুলোর কাজ শুরু হবে। বর্তমানে নির্মাণাধীন বীর নিবাসের মধ্যে আজমিরীগঞ্জে ৩, বানিয়াচংয়ে ৮, নবীগঞ্জে ১০, বাহুবল ৮, চুনারুঘাট ৪, সদর ৭, লাখাই ১২ এবং মাধবপুরে ১১টি ঘরের নির্মাণ কাজ চলছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, ‘জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে প্রতিটি বীর নিবাস নির্মাণের ক্ষেত্রে কাজের গুণগতমান বজায় রাখার লক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমরা নিয়মিত নির্মাণ কাজ পর্যবেক্ষণ করছি।’
বিডি প্রতিদিন/ফারজানা