সিলেট আলিয়া মাদ্রাসায় শিবিরের ‘গোপন সম্মেলন’ আয়োজনের ঘটনায় দায়েরকৃত মামলায় জামাত নেতা তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ওই তিন চেয়ারম্যান আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
তিন ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আদালতের পিপি এডভোকেট নিজাম উদ্দিন।
কারাগারে পাঠানো তিনজন হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউপি চেয়ারম্যান, জামাত নেতা মো. দেলওয়ার হোসেন, মুড়িয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরিদ আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান, জামাত নেতা জাহিদ হোসেন।
বুধবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর সিলেট আলিয়া মাদ্রাসার পাঠাগারে ‘গোপন সম্মেলন’র আয়োজন করে ছাত্র শিবির। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ৩ কর্মীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরদিন পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় দেলওয়ার হোসেন, ফরিদ আহমদ ও জাহিদ হোসেনকে আসামি করা হয়। সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে জামায়াতের ওই তিন নেতা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে চেয়ারম্যান নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/এএম