সিলেট নগরীর একটি কলোনি থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর শেখঘাট শুভেচ্ছা এলাকার মবশ্বির আলরি কলোনীর ভাড়াটে বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সকালে কাজে যাওয়ার জন্য মা বকুনি দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মো. শরিফ নামের ওই কিশোর (১৪) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মৌলাপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। সে মায়ের সাথে ওই কলোনির একটি রুমে থাকতো।
জানা গেছে, প্রায় একমাস আগে শরীফের বাবা মারা যান। এরপর থেকে অন্যের বাসা-বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছিলেন শরীফের মা। তাকে কাজে লাগার জন্য তিনি বিভিন্ন সময় বকাঝকা করেন।
রবিবার সকালে শরীফকে আবারও কাজের জন্য বকুনি দিয়ে তিনি নিজে কাজে চলে যান। দুপুর ১২টার দিকে প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে ঘরের চালার টিন খুলে তার নিথর দেহ উদ্ধার করেন ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোর আত্মহত্যা করেছে।
বিডি প্রতিদিন/এএম