অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় বন্ধ করতে সিলেটের কদমতলী ফলের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত