সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলার রামপাশা ইউনিয়নের অমতৈল গ্রামের প্রতিবন্ধীদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
স্থানীয় প্রাইমারি স্কুল প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান’র সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন’র পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা’র উপ-পরিচালক রিভাস চন্দ্র দাস, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মৃণাল কান্তি দাস, বিশ্বনাথ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক আশিক আলী, কামাল মুন্না, নবীন সোহেল, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সুবিধাভোগী প্রতিবন্ধীদের হাতে তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/এএম