সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। গত দুই দিনে নদীর পানি কমেছে ৪ সেন্টিমিটার। এর আগে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে উপজেলার ভেলকুনা, গয়াসী, সুড়িকান্দি, বাঘমারা, ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার, ঘিলাছড়া ও উত্তর কুশিয়ারা ইউনিয়নের অনেকাংশ প্লাবিত করে। গত দুই দিনে বৃষ্টি না হওয়াতে স্বস্তি ফিরছে উপজেলায়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফেঞ্চুগঞ্জ এরিয়ার গেজ রিডার গিয়াস উদ্দিন মোল্লা জানান, বর্তমানে আমাদের বিপদসীমা নির্ধারণ আছে ৭.৭৫ মিটার। নদীর পানি বৃদ্ধি পেয়ে তা অতিক্রম করে গিয়েছিলো ৯.৯৯ মিটারে! যা বিপদসীমা থেকে ২মিটারও বেশি।
মঙ্গলবার ও আজ বুধবার নদীর পানি কিছু কমছে। দুই দিনে ৪ সেন্টিমিটার পানি কমে আজ দাঁড়িয়েছে ৯.৯৪ মিটারে।
অন্যদিকে কুশিয়ারা নদীর পানি কমলে এখনো বন্যা কবলিত আছে ঘিলাছড়া ইউনিয়নের কিছু এলাকা। ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইস চৌধুরী মানুষের অসুবিধার পাশাপাশি গো'খাদ্যের সংকটের কথা জানিয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত মানুষদের জন্য সরকারি ও ব্যক্তি উদ্যোগে সহায়তা প্রদান চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত