মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট চা বাগানে গাছের ডাল পরে অনিতা তাঁতি নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। অনিতা ওই চা বাগানের মৃত যতন তাঁতির স্ত্রী। আজ শনিবার বাগানের ৩ নং সেকশনে এই ঘটনা ঘটে। এসময় তিনি বাগানে চা পাতা তুলছিলেন।
রাজঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার সুমন তাঁতি জানান, তুফানে গাছের একটি বড় ডাল অনিতার উপর ভেঙ্গে পরে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিতাকে দেখে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল