সিলেটে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা বিএনপি। রবিবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী, কামালবাজার ও সিলাম ইউনিয়নের বিভিন্ন স্থানে সংগঠনের নেতারা প্রায় তিন হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণকালে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় সিলেটের মানুষ আজ দিশেহারা। কিন্তু সরকার বানভাসি মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যেকারণে বানভাসি মানুষের মধ্যে হাহাকার বেড়েছে। সরকারিভাবে ত্রাণ বরাদ্দের কথা বলা হলেও সেগুলো দৃশ্যমান নয়।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কোহিনূর আহমদ, অলিউর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন পান্না, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম তোরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম