সিলেটে মাদ্রাসাছাত্রকে অপহরণের ঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। নিখোঁজের ৬ দিন পর উদ্ধার করা হয়েছে ওই ছাত্রকে। এই ৬ দিন হোটেলে আটকে রেখে ছাত্রটিকে পাশবিক নির্যাতন করে ওই বৃদ্ধ। রবিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
গত শনিবার রাত ৯টার দিকে সিলেটের রশিদপুরস্থ একটি দোকানের সামনে থেকে ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়। সে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর টাইটেল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গ্রেফতার হওয়া নজরুল ইসলাম মেনু মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ওই ছাত্র গত ৯ অক্টোবর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর আর খোঁজ মিলেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে না পেয়ে ১২ অক্টোবর ছাত্রটির বাবা ওসমানীনগর থানায় সাধারণ ডায়রি করেন। অপহরণকারী ফোনে মাদ্রাসাছাত্রের পরিবারের কাছে মুক্তিপণও দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এমতাবস্থায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে রশিদপুর থেকে ওই ছাত্রকে উদ্ধার করে। উদ্ধারের পর ছাত্রটি জানায় তাকে হোটেল কক্ষে আটকে রেখে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অপহরণের সাথে জড়িত নজরুল ইসলাম মেনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম