নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও মানসম্মত নাগরিক সেবা দানে ‘শ্রীমঙ্গল পৌরসভা’ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছে। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে গত রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা সনদ ও পদক প্রদান করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর হাতে পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মো. সামসুল আরেফিন, ইউনিসেফ বাংলাদেশের চিফ ইনচার্জ ড. সাজা ফারোক আব্দুল্লাহ প্রমুখ।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, ‘এই অর্জন পৌরবাসীর। তাই জাতীয় পর্যায়ে সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ পৌরসভার গৌরব অর্জন করায় আমি পৌরবাসীকে অভিনন্দন জানাই।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ