১৮ মে, ২০২৩ ১৭:৫১

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের মাহমদ আলীর কলোনির বারান্দায় ঝুলন্ত অবস্থায় সুজন মিয়া (২২) নামের ওই যুবকের মরদেহ পাওয়া যায়। সে ভোলাগঞ্জ রুস্তুমপুর গ্রামের আতাবুর রহমান আতাই এর ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন মাহমদ আলীর কলোনির বারান্দায় ঝুলন্ত অবস্থায় সুজনের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, সুজন মিয়ার মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে এটি আত্মহত্যা না হত্যা। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর