১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০৫:৩৫

কৈলাশটিলায় আরও ১.৬ টিসিএফ গ্যাস পাওয়ার আশা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কৈলাশটিলায় আরও ১.৬ টিসিএফ
গ্যাস পাওয়ার আশা

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল) এর আওতাধীন কৈলাশটিলায় আরও ১.৬ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  শনিবার কৈলাশটিলার অনুসন্ধান কূপ-৮ এর খনন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

 মন্ত্রী বলেন, ‘কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে আগে ৩ টিসিএফ মজুদ ছিল। অনুসন্ধান কূপ খনন করায় মজুদ আরও বাড়বে। দেশীয় ফিল্ড থেকে যে গ্যাস ৪ টাকায় পাওয়া যায়, তা আমদানিতে খরচ হয় ৬০ টাকা।’

মন্ত্রী বলেন, ‘আগামী চার মাসের মধ্যে খনন কাজ শেষ হলে নিশ্চিত হওয়া যাবে কৈলাশটিলায় কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। তবে কৈলাশটিলা ফিল্ডে আরও ১.৬ টিসিএফ গ্যাস পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কৈলাশটিলা-৮ কূপের খনন কাজ শুরু হয়েছে চলতি বছরের ১১ জানুয়ারি। ১২০ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। 

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘কৈলাশটিলায় এর আগে ৭টি কূপ খনন করা হয়েছে। প্রতিটা কূপেই গ্যাস পাওয়া গেছে। ৩৫০০ মিটার খনন করা হলে ১ টিসিএফ এর উপরে গ্যাস পাওয়ার আশা রয়েছে।’

কৈলাশটিলা ফিল্ড পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর