সিলেটে র্যাব পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে র্যাব-৯ এর একটি দল।
বুধবার দিবাগত রাত ৮টার দিকে মহানগরের মেজরটিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগের মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।
স্থানীয়রা জানান, ওই দুই যুবক র্যাব পরিচয়ে অনেক দিন ধরে প্রতারণা করে আসছিলেন। বুধবার রাতে মেজরটিলার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে ওই চক্র। ওই চক্রের ৮-১০ জন সদস্য নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে ওই ব্যক্তির বাসায় গিয়ে চাঁদা দাবি ভীতি সঞ্চার করে। এ সময় স্থানীয় লোকজন নাদিম ও সাব্বিরকে আটক করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে র্যাব ওই দুই প্রতারককে আটক করে নিয়ে যায়।
শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, আটক দু’জনের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/একেএ