সিলেটে জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের সোর্পদ করেছে। শুক্রবার সকাল ৬টার দিকে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাউ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হুছন আহমদ (৬৫) নয়াগাউ গ্রামের আবদুল লতিফ লতইয়ের ছেলে। অভিযুক্ত সুলতান আহমদ (৪৮) নিহত হুছন আহমদের চাচা আবদুল জলিল জলইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, হুছন আহমদ ও সুলতান আহমদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল ৬টার দিকে হুছন ও সুলতানের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় হুছনের উপর। প্রথমে কুপিয়ে ও পরে গলাকেটে হুছনকে হত্যা করে সে। হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী সুলতানকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, স্থানীয় জনতার সহযোগিতায় সুলতানকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ