সিলেটে এক দশক আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের অভিযোগের দুটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রবিরার দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক ছগির আহমেদ মামলাগুলো খারিজ করে দেন।
আদালতের অতিরিক্ত পিপি আবু ফাহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় সিলেটে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শামীম মোল্লা এবং সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী বাদী হয়ে আদালতে দুটি সিআর মামলা করেন। কিন্তু মামলার বাদীরা দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ও প্রসেস দাখিল না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২০৪ (৩) ধারায় মামলা দুটি খারিজ করে দেন আদালত।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ জানান, সিলেটে ২০১৪ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগের দুই নেতার দায়েরকৃত দুটি মামলায় বাদি উপস্থিত না হওয়ায় খারিজ করেছেন আদালত।
এদিকে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা খারিজ হওয়ায় নগরীতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আদালতপাড়া থেকে মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল