সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটিকে ‘বিনা ভোটের কমিটি’ আখ্যায়িত করে প্রশাসকের মাধ্যমে নতুন নির্বাচন দাবি করেছেন ব্যবসায়ীরা।
আজ সোমবার দুপুরে নগরের জিন্দাবাজারে একটি কনভেনশন হলে ‘সিলেট মহানগরের সর্বস্তরের ব্যবসায়ী’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তারা বর্তমান কমিটি ভেঙে দেওয়ারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু। ৫ ডিসেম্বরের মধ্যে বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ না দেওয়া হলে ৮ ডিসেম্বর চেম্বার ভবনের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, ‘অতীত ঐতিহ্যের আলোকে সবসময় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবসময় নির্বাচনের মাধ্যমে সিলেট চেম্বারের পরিষদ গঠন করা হয়েছে। কিন্তু সিলেট চেম্বারের সর্বশেষ কমিটি ব্যবসায়ীদের কল্যাণে কাজ না করে পতিত আওয়ামী লীগ সরকারের তোষামোদীতে ব্যস্ত ছিল। রাজনৈতিক মদদপুষ্ট কিছু অসাধু, অ-ব্যবসায়ী সিলেট চেম্বারের নেতৃত্বে আসীন হয়ে এটিকে একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেন। তারা ব্যবসায়ীদের ভোটাধিকার হরণ করে নির্বাচন ছাড়াই কমিটি গঠন করে ব্যবসায়ীদের আত্মসম্মানে আঘাত হানেন। ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে সিনিয়র সহসভাপতিসহ ৫ পরিচালক পদত্যাগ করলেও ক্ষমতালোভীরা এখনো চেম্বারের নেতৃত্ব আকড়ে ধরে আছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সভাপতিসহ কয়েকজন পরিচালক আসামী হয়ে বর্তমানে পলাতক রয়েছেন।’
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, সিলেটের ব্যবসায়ীদের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সিলেট চেম্বারে প্রশাসক নিয়োগ জরুরি। প্রশাসক একটি সুষ্ঠু ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব তুলে দেবেন- এমন প্রত্যাশা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের।
বিডি প্রতিদিন/জামশেদ