শিডিউল বিপর্যয়ের কারণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। এক সপ্তাহ ধরে চলছে এই ভোগান্তি। শিডিউল বিপর্যয়ের কারণে প্রতিদিন প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিলম্বে সিলেট ও চট্টগ্রাম রুটে চলাচলকারী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। এতে রেলওয়ে স্টেশনে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। অতিরিক্ত ইঞ্জিন না থাকায় আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকেই শুরু হয় সিলেট-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের শিডিউল বিপর্যয়।
গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবারের পর থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে নির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে বেলা ২টা ২০ মিনিটে ছেড়ে যায়। একইভাবে চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস রাত ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ২টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর থেকে একইভাবে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিলম্বে সিলেট-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন চলাচল করছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলাম জানান, ইঞ্জিন বিকল হওয়ায় এক সপ্তাহ ধরে সিলেট-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ। বন্ধের কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই বিপর্যয় কাটিয়ে নির্ধারিত সময়ে ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল