সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তবে সরকারি ছুটির দিন থাকায় আদালতে পুলিশ রিমান্ড আবেদন করতে পারেনি। পরবর্তী শোনানির দিনে বিজিত চৌধুরীকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
এ আগে মঙ্গলবার বিকালে সিলেট মহানগরের কাষ্টঘর থেকে বিজিত চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও নাশকতা বৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম