ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের বাসিন্দা এক কিশোর নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে জৈন্তাপুর মিনাটিলা সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। নিহত মো. মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, বুধবার রাতে মিনাটিলা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ও কিশোর ভারতের খাসিয়াদের সুপারি বাগানে অনুপ্রবেশ করে। এসময় ভারতীয় খাসিয়ারা এক রাউন্ড গুলি ছুঁড়লে মারুফ মিয়া গুলিবিদ্ধ হয়। সঙ্গীরা তাকে আহতাবস্থায় বাংলাদেশ সীমান্তে নিয়ে আসলে পরিবারের পক্ষ থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টা ৫৫ মিনিটে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতীয় খাসিয়াদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ