মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন এর ৬০ তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী উৎসব পালন করা হয়েছে।
রবিবার শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত এই সভায় দেশের ১৬৭ টি চা বাগানে কর্মরত কয়েক হাজার কর্মচারীগণ অংশ নেন।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ কাওছার মিয়া ও সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান'র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন।
সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সম্পাদক পুলক রঞ্জণ ধর, সিলেট বিভাগীয় শ্রম দপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) মো.সোরমান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম খান রশিক। সভায় স্থানীয় শ্রমিক দল ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন'র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, ২০২৪ সালে বিভিন্ন উৎস থেকে ১ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ১৩৫ টাকা হয়েছে। আর বিভিন্ন খাতে ৭৭ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। এসময় ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন