সিলেট সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ঔষধসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
আজ সোমবার ও গতকাল রবিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থান থেকে ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিভূক্ত বিভিন্ন বিওপির জওয়ানরা। আর রবিবার রাতে আটক করা হয় ভারতীয় নাগরিককে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, রবিবার রাতে গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে স্থানীয়দের সহায়তায় ডাব্বর লাং (২৬) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। সে মেঘালয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে। তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ঔষধ অ্যাডানক পাউডার উদ্ধার করা হয়।
এছাড়া সোমবার ও রবিবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।
বিডি প্রতিদিন/জামশেদ