সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আয়শা আক্তার আয়না নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বিশ্বনাথ পৌরসভার রামধানা কাড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আয়শা একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত সেবুল আহমদ ও শিরিন সুলতানা দম্পতির একমাত্র সন্তান।
বিষয়টি নিশ্চিত করে ভিকটিমের মামা সাংবাদিক আক্তার আহমদ শাহেদ বলেন, সকাল ১০টার দিকে আয়শার মা রোদে কাপড় শুকাতে গেলে সে পিছু নেয়। এ সময় পিছন থেকে মায়ের অগোচরে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ৬ মাস আগে আয়শার বাবা সেবুল আহমদ বার্ধক্যজনিত কারণে মারা যান। স্বামী-সন্তান হারিয়ে মা সুমি বেগম পাগলপ্রায়।
বিডি প্রতিদিন/এএম